১৭৫
আসন্ন ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক কুরবানির জন্য সুস্থ সবল গবাদিপশু চেনার উপায় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ ও জবাই পরবর্তী চামড়া ছড়ানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে্য ঢাকা বিভাগ এর জন্য ২৫০০ পোস্টার ৫ হাজার লিফলেট, চট্টগ্রাম বিভাগের জন্য ২৫০০ পোস্টার ৫ হাজার লিফলেট, সিলেট বিভাগের জন্য ৮ পোস্টার ১৫০০ লিফলেট, খুলনা বিভাগের জন্য আড়াই হাজার পোস্টার ৫ হাজার লিফলেট, রাজশাহী বিভাগের জন্য ১৮০০ পোস্টার এবং ৪০০০ লিফলেট, রংপুর বিভাগের জন্য ১৮০০ পোস্টার ৩৫০০ লিফলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য ৯০০ পোস্টার ১৫০০ লিফলেট এবং বরিশাল বিভাগের জন্য ১২০০ পোস্টার ২৫০০ লিফলেট মুদ্রণ ও বিতরণ করা হয়েছে।

