ঢাকা,১৩/০৬/২৪ খ্রি।
পবিত্র ঈদুল আযহা- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতাধীন কোরবানি পশুর হাটে আগত গবাদিপশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের সার্ভিলেন্স বিষয়ক অবহিতকরণ কর্মশালা এবং ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ রিয়াজুল হক। এছাড়া অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিকেল টিমের অন্যান্য সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রচার ইউনিট মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর ও সংশ্লিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন।