কুমিল্লা, ২৩.১০.২০২৪ খ্রি.
২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ৮৪ জন ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে ৭৫৩ কেজি পোনামাছ বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ০৯:৩০ মিনিটে উপজেলা পরিষদ এর কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব মো.বেলাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, কুমিল্লা । এতে আরও উপস্থিত ছিলেন জনাব রুবাইয়া খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর দক্ষিণ কুমিল্লা , জনাব শায়লা শারমিন, সহকারী পরিচালক, উপপরিচালকের কার্যালয়, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা এবং জনাব হিজবুল বাহার ভূঁঞা, উপজেলা মৎস্য কর্মকর্তা, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রতিবেদনকারী:
খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা