ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহায়তায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় ০৯ জানুয়ারি রোজ রবিবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে জেলেদের বিকল্প কর্ম সংস্থান সৃষ্টিতে ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, এমপি মহোদয় এর উপস্থিতে ১০ জন ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন মৎস্য অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক (প্রশাসন) জনাব সৈয়দ আলমগীর স্যার, উপপরিচালক, জনাব মোঃ আনিসুর রহমান তালুকদার স্যার, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগ, প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ জিয়া হায়দার চৌধুরী স্যার, জেলা মৎস কর্মকর্তা জনাব মোঃ আব্দুল বারি, উপপ্রকল্প পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান, মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব তন্ময় দাস, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইচ চেয়ারম্যান, পৌর মেয়র, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ শাখার সভাপতি, সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি।
নেছারাবাদ উপজেলায় ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
৫
মোঃ মেহেদী হাসান (বরিশাল)
০ ৯ জানুয়ারি ২০২২ (রবিবার)