২৩
শীতকালীন পরামর্শ
শীতকালীন পরামর্শ:
১. শীতের শুরুতে পুকুরের পাড়ের আগাছা ও গাছের ডালপালা পরিস্কার করতে হবে।
২. প্রতিমাসে পাথরে চুন ২৫০ গ্রাম/শতাংশ হারে প্রয়োগ করতে হবে। অথবা জিওলাইট ২০০ গ্রাম/শতাংশ হারে প্রয়োগ করতে হবে।
৩. ৫ ঘন্টা রোদের ব্যবস্থা করতে হবে।
৪. শীতের শুরুতে বড় মাছ ধরে ফেলা।
৫. প্রতিমাসে সম্ভব হলে পানি ও মাটি পরিক্ষা করা।
৬. ভাসমান খাদ্য প্রয়োগ করা।
৭. খাদ্যের সাথে ভিটামিন সি ও মাল্টিভিটামিন প্রতি কেজি খাদ্যে ৪ গ্রাম হারে প্রয়োগ করুন।
৮.শীতের মধ্যে প্রতি শতাংশে পাথরে চুন ৫০০ গ্রাম ও লবণ ৫০০ গ্রাম প্রয়োগ করুন।
সূত্রঃ মৎস্য বাংলাদেশ।