সামছুল আলম
ঐতিহাসিক ৭ মার্চ দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তরকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি স্মরণীয় করে রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজ মঙ্গলবার সকাল ৭.০০ টায় ধানমন্ডির ৩২ নাম্বার সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এম পি ও সম্মানিত সচিব ড. নাহিদ রশীদসহ মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া মন্ত্রণালয়ের সাথে শ্রদ্ধাঞ্জলি প্রদানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর(উপসচিব) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তাছাড়া দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং ভেটেরিনারি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ধানমন্ডি ৩২ নাম্বারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
৬
previous post