
চাঁদপুরের তিন নদীর মোহনার পশ্চিমে মেঘনা নদীর চর এলাকায় ১ হাজার ৫০০ কেজি (৩৭.৫মণ) পাঙ্গাসের পোনা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে কোস্টগার্ড ও সদর উপজেলা মৎস্য বিভাগ এ যৌথ অভিযান পরিচালনা করে।
দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদরের মোহনাসংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি পাঙ্গাস পোনা নিধনের চাইসহ আনুমানিক ১ হাজার ৫০০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সূত্রঃ প্রতিদিের সংবাদ