ঢাকা,৩০ মে,২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর -সংস্থার সেবা প্রদান প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের সমন্বয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ (৩০ মে) বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯: ৩০ মিনিটে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় সভাপতিত্ত করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলতি দায়িত্ব সচিব) জনাব এটিএম মোস্তফা কামাল।
কর্মশালায় দপ্তর সংস্থার প্রধানসহ সেবা প্রদান প্রতিশ্রুতি কার্যক্রম এর সাথে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং ডেস্ক অফিসার সহ মোট দুজন করে কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মশালায় মন্ত্রণালয়ের নবম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।