কুমিল্লা,০১/০৬/২৪ খ্রি.
“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য ” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর, কুমিল্লা কর্তৃক বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪” উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মু. মুশফিকুর রহমান ,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট , কুমিল্লা।
জনাব চন্দন কুমার পোদ্দার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ,কুমিল্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) পুলিশ সুপার, কুমিল্লা । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার, জেলা ট্রেনিং অফিসার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা ভেটেরিনারি অফিসারগণ, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খামারী,ডেইরি ফার্ম এর সদস্য, সাংবাদিকসহ প্রমুখ।
দিবসটি বর্ণাঢ্য- র্যালির মাধ্যমে শুরু করা হয়।
র্ ্যলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়াও ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার, জেলা ভেটেরিনারি অফিসার, জেলা ট্রেনিং অফিসার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা ভেটেরেনারি অফিসার মহোদয়গণ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে উপস্থিত সবাইকে দুগ্ধ পানের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়।
রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, কুমিল্লা।