ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার, মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাদ । প্রধান অথিতি হিসেবে তিনি বলেন, জেলেদের আর্থিক উন্নয়নের স্বার্থে সরকার চাল দেয়ার পাশাপাশি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন উপকরণ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের সবার ডিমওয়ালা ইলিশ না খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। একটি মা মাছ ২০ লক্ষ ডিম দেয়। একটি মা মাছ রক্ষা করতে পারলে অনেক ইলিশ পাবো। সুন্দর সেমিনার আয়োজনের জন্য জেলা মৎস্য বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান। সেমিনারে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, রাজশাহী ,মোঃ তোফাজউদ্দীন আহমেদ । স্বাগত বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য মোঃ সাহেদ আলী । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার , অতিরিক্ত জেলা পুলিশ সুপার , উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোঃ আবু হানিফ মহোদয়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার , জেলা কমান্ড্যনটেন্ট, মির্জা সিফাত-ই-খোদা , ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্মানিত উপপ্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান, সহকারী প্রকল্প পরিচালক মোঃ সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন , ভাইস চেয়ারম্যান এস, এম নাছিম রেজা নুর, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব হাসনা হেনা। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ভেটেরিনারী সার্জন, অফিসার ইন চার্জ নৌ পুলিশ সিরাজগঞ্জ, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর এর উপজেলা মৎস্য কর্মকর্তা গণ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ। আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, মৎস্যজীবী নেতৃবৃন্দ, আওয়ামী মৎস্যজীবীলীগের নেতৃবৃন্দ, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার এবং সুধীজন।
আমাদের সবার ডিমওয়ালা ইলিশ না খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে____,,অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাদ,এম,পি
১৭