প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১ (মঙ্গলবার) সকাল ১০ঃ০০ ঘটিকায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনাব মোঃ জিয়া হায়দার চৌধুরী, প্রকল্প পরিচালকের সভাপতিত্বে চাঁদপুর জেলায় প্রকল্পের কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব মোঃ আসাদুল বাকী, অধ্যক্ষ, মৎস্য প্রশিক্ষণ ইন্সটিটিউট, চাঁদপুর, মোঃ গোলাম মেহেদী হাসান, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর এবং সংশ্লিষ্ট সিনিয়র/উপজেলা মৎস্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিকাল ৩ঃ০০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলায় প্রকল্পের কার্যক্রম নিয়ে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জনাব মোঃ জিয়া হায়দার চৌধুরী, প্রকল্প পরিচালক স্যারের সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন এবং সিনিয়র/উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আরো একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। দুইটি পর্যালোচনা সভায় প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রকল্পের কার্যক্রম বিশেষ করে আসন্ন প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আইন বাস্তবায়ন, জনসচেতনতা সভা, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বিতরণ, বৈধ জাল বিতরণের লক্ষ্যে জেলে পল্লী/গ্রাম/এলাকা নির্বাচন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।