আঞ্চলিক অফিস, কুমিল্লা ১৫.১০.২০২৪ খ্রি.
আজ সকাল ১১:০০ টায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লার প্রথম দিনের প্রচার-প্রচারণার অংশ হিসাবে প্রতি বছরের ন্যায় এ বছর ও পালিত হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪।
১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ (২৮ আশ্বিন হতে ১৮ কার্তিক ১৪৩১) সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এসময় কুমিল্লার স্হানীয় মাছের বাজার, মৎস্য আড়ৎ ও জনবহুল এলাকা পদুয়ার বাজার, টমছম ব্রিজ মাছের বাজার, রাম মালা, রানির বাজার, ডিসি অফিস সংলগ্ন, রাজগঞ্জ মাছের বাজার, চক বাজার গুরুত্বপূর্ণ স্হানে মাইকিং করে জনসাধারণের মাঝে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪” সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। এ কাজের অংশ হিসাবে উপস্থিত ছিলেন অত্র দপ্তরের জনাব সুরাইয়া আক্তার/খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক ও জাবেদ ইসলাম,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
প্রতিবেদনকারী :
খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা