খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
১৬অক্টোবর বুধবার মৎস্য চাষিদের মাছের এ পোনা বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: বিলাস, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবিন চন্দ্র চাকমা বলেন, ৪১জন মাছ চাষিদের মাঝে ৩০কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি প্রদর্শনীর জন্য খাদ্যের উপকরণ হিসেবে মাছের পোনা, চুন, টিএসপি ও ইফরিয়া সার বিতরণ করা হয়।
সূত্র : ফেয়ার নিউজ সার্ভিস