শুনতে অবাক লাগলেও সত্যি যে প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হল ২১২ কেজি ওজনের কালো হীরা খ্যাত একটি টুনা মাছ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিওর একটি মাছ বাজারে।
জানা যায়, বিশ্বব্যাপী টুনা মাছের ব্যাপক চাহিদার পাশাপাশি বৃহৎ আকারের এই মাছটির বাজার মূল্য অনেক। যদিও ছোট আকারের টুনা মাছ বাজারে পাওয়া যায় কিন্তু বিশাল সাইজের টুনা মাছ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকে। বিশ্বের বড় বড় ব্যবয়ায়ীরাই মূলত এই মাছের প্রধান ক্রেতা।
জাপানের ওনোদেরা গ্রুপের এক মুখপাত্র বলেন, পাইকারি বিক্রেতা ইয়ামায়ুকির সঙ্গে টানা তৃতীয়বার নিলামে জয়লাভ দৈত্যাকার টুনা মাছটি কেনে তারা। কেনা সেই দৈত্যাকার টুনা মাছটি কেটে নিয়ে বৃহস্পতিবার টোকিওর ওমোটেসান্দোর শপিং ডিস্ট্রিক্টের ওনোদেরার রেস্টুরেন্টে পরিবেশন করবে বলে জানান।
এদিকে স্বাস্থ্যবিদরা টুনা মাছ খাওয়ার ব্যাপারে প্রায়ই পরামর্শ দিয়ে থাকেন। কেননা টুনা মাছ মানব দেহের ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এটি হাড়ের স্বাস্থ্য সুরক্ষায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্দি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম।