ঢাকা ২৪.১০.২০২৪ খ্রি.
১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ (২৮ আশ্বিন হতে ১৮ কার্তিক ১৪৩১) সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ , বাজারজাতকরণ , ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,আঞ্চলিক অফিস,ঢাকা প্রচারণার অংশ হিসেবে ঢাকা জেলার কারওয়ান বাজার মাছ বাজার,যাত্রাবাড়ি মাছ বাজার বিভিন্ন মৎস্য আড়ৎ ও জনসাধারনের মাধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার- প্রচারণা করা হয়। এ কাজের অংশ হিসাবে উপস্থিত ছিলেন এ দপ্তরের জনাব মো.আল আমিন/মো.খাদেমুল ইসলাম, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক ,জনাব ফাহিম রহমান রনি অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেট ও অফিস সহায়ক মো.সাদেক আলি।
প্রতিবেদনকারী :
মো.আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,
আঞ্চলিক অফিস,ঢাকা।