পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে মৌলভীবাজারের শেরপুরে। এই মেলায় দেশীয় নানা রকমের মাছ নিয়ে দোকান বসেছে।
আগামীকাল ১৪ তারিখ মঙ্গলবার পর্যন্ত চলবে এই মেলা সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মাছ কিনতে মেলায় আসছেন ক্রেতারা। পিঠা-পুলি উৎসব পৌষ সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা বিভিন্ন পিঠা ও খাবার-দাবারের দোকানও সাজিয়েেছেন মেলায়।
মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী গিয়েছিলেন মাছের মেলায়। তিনি বলেন, প্রায় ২০০ বছর ধরে চলছে এই মেলা। শেরপুরে কুশিয়ারা নদীর তীরে মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। এবারের মেলায় ৫০০ টাকা থেকে আড়াই লাখ টাকা দাম পর্যন্ত মাছ এসেছে।
বিভিন্ন স্থান থেকে মাছ নিতে আসা ক্রেতারা জানান, দেশীয় প্রজাতির মাছ কিনতে তারা মেলায় এসেছেন। তবে মাছের দাম এবার কিছুটা কম। ইতিমধ্যে মেলায় নদী ও হাওরের মাছ দেখতে ও কিনতে মানুষের ঢল নেমেছে। দোকানীরা বোয়াল, রুই, কাতলা, চিতল, বাঘাইড় মাছ নিয়ে বসেছেন। এই মেলা এখানকার মৌলভীবাজারবাসীর অন্যতম উৎসব।
মাছের মেলায় নানা রকমের মাছ থাকে যা অন্য কোনো সময় পাওয়া যায় না। প্রধান মেলা শেরপুরে হলেও কুলাউড়া, হবিগঞ্জ, বাহুবল, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মুন্সিবাজার, ভানুগাছসহ আশপাশের সব বাজারেই চোখ ধাঁধানো মাছের ভিড় রয়েছে।
সূত্র : চ্যানেল আই।