১৫
মোঃ মেহেদী হাসান (বরিশাল)
০৬ ফেব্রুয়ারি ২০২২ (রবিবার)
রবিবার সকালে চরফ্যাসন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গনে গরু, হাস -মুরগী ও ঘর বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ওক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এ সময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ১৩ জন কে ১টি করে ১৩ টি গরু, ২০টি হাস ১টি হাসের ঘর, ২০ টি মুরগী ও ১ টি মুরগীর ঘর এবং গরু, হাস ও মুরগী খাদ্য বিতরন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, আরো উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ( ফিল্ড সার্ভিস) মাহমুদা খানম, ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুন অর রশীদ চৌধুরী, বরিশাল বিভাগের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তাএস এম আজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার উপস্থিত ছিলেন।