দেশি মুরগির কৃমির ঔষধ সম্পর্কে খামারিদের আরো সচেতন করা প্রয়োজন। কেননা পারিবারিক দেশীয় মুরগির ছোট ছোট খামারগুলোতে কৃমির ঔষধ একেবাড়েই ব্যবহার করা হয় না। অথচ দেশি মুরগিকে ৬ মাস অন্তর অন্তর কৃমির ঔষধ খাওয়াতে হয়। দেশি মুরগির জন্য আলাদা কোন ঔষধ নেই। সকল মুরগির জন্য একই ধরনের ঔষধ ব্যবহার করতে হয়। মুরগির বয়স ও ওজন অনুযায়ী ডোজ কম বেশি হতে পারে।
দেশি মুরগির কৃমির ঔষধ সম্পর্কে আলোচনার আগে দেশি মুরগির কৃমি সম্পর্কে কিছু ধারনা দেওয়া দরকার। দেশি মুরগিতেও গোল কৃমি ও ফিতা কৃমি পাওয়া যায়। রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি তুলনামুলক বেশি ক্ষতিকর। কৃমির সংক্রমন বেশি হলে ক্ষতিও বেশি হয়।
কৃমির ক্ষতিকর প্রভাব
- দেশি মুরগির বাচ্চা অধীক কৃমি বা পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
- মুরগির ওজন কমে যায়।
- এন্টারটাইটিস বা ন্যাক্রোটিক এন্টারটাইটিস রোগ তৈরী হয়।
- এনিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয়।
- উৎপাদন কমে যায়।
দেশি মুরগির কৃমির ঔষধ
মুরগির কৃমিনাশক ঔষধের অনেকগুলো গ্রুপ রয়েছে। যেমন- পাইপারজিন সাইট্রেট, লিভামিজল হাইড্রোক্লোরাইড, এলবেন্ডাজল, ফেনবেন্ডাজল ও আইভারমেকটিন গ্রুপের ঔষধ অন্যতম। মুরগির অন্ত পরজীবী বা গোল কৃমি ও ফিতা কৃমির জন্য পাইপারজিন সাইট্রেট গ্রুপের ঔষধ ব্যবহার করা উত্তম। আর বহি:পরজীবীর জন্য আইভারমেকটিন গ্রুপের ঔষধ ব্যবহার করা উত্তম।

পাইপারজিন গ্রুপের পাউডার
এটি মুরগির জন্য একটি শক্তিশালী ও কার্যকারী কৃমির ঔষধ। পানিতে দ্রবণীয় এই দেশি মুরগির কৃমির ঔষধ খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয়। ডোজ- প্রতি কেজি ওজনের জন্য ২৫০ মিলিগ্রাম হিসাবে মোট মুরগির ওজন অনুযায়ী পাইপারজিন সাইট্রেট পাউডার মেপে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। পাইপারজিন গ্রুপের ঔষধ-
- পাইপারভেট পাউডার (স্কয়ার)
- এস্কারেক্স পাউডার (এ সি আই)
আইভারমেক্টিন
আইভারমেক্টিন এমন একটি কৃমিনাশক ঔষুধ যা অন্ত: পরজীবী ও বহি: পরজীবী সকল কৃমির উপর কার্যকর। আইভারমেক্টিন ঔষধ-
- এসিমেক ১% (এ সি আই)