সামছুল আলম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন দপ্তর-সংস্থার “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর অর্ধবার্ষিক স্বমূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার( ২৪ জানুয়ারি) সকাল ১০.০০ টায় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব( প্রশাসন) ও চীফ ইনোভেশন অফিসার শ্যামল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন ৮ টি দপ্তর-সংস্থার ইনোভেশন টিমের সকল সদস্য অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় এবং চীফ ইনোভেশন অফিসারের সহায়তায় সকল দপ্তর-সংস্থার স্বমূল্যায়ন প্রতিবেদন যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে (মূল্যায়ন) নম্বর প্রদান করা হয়।
এছাড়া সভাপতি তার সমাপনী বক্তব্যে সকল ইনোভেশন টিমকে তাদের ইনোভেটিভ কাজ আরো গতিশীল করার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, ইনোভেশন এর কাজকে সফল করতে অনুপ্রেরণা সৃষ্টির মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে।