ছাগলের নিয়মিত পরিচর্যায় করণীয় যে কাজগুলো রয়েছে সেগুলো ছাগল পালনকারীদের সঠিকভাবে জেনে রাখতে হবে। অধিক লাভের আশায় অনেকেই ছাগল পালন করে থাকেন। আবার কেউ কেউ নিজ উদ্যোগে ছাগলের খামার করেন। আসুন আজকে জেনে নিব ছাগলের নিয়মিত পরিচর্যায় করণীয় সম্পর্কে-
ছাগলের নিয়মিত পরিচর্যায় করণীয়ঃ
১। ছাগলকে নিয়মিত সুষম খাবার সরবরাহ করতে হবে।
২। খাবার ও পানির পাত্র পরিষ্কার করে তা খাদ্য ও বিশুদ্ধ পানি দিয়ে পূর্ণ করে দিতে হবে।
৩। প্রতিটি ছাগলকে আলাদাভাবে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার দিতে হবে। পাতাসহ ডাল ঝুলিয়ে সরবরাহ করলে ভালাে হয়।
৪। ছাগলকে প্রতিদিন সকালে ঘর থেকে বের করে খােয়াড়ে (খােয়াড়-দিনের বেলা ছাগল রাখার জন্য বাসস্থানের সঙ্গে লাগােয়া ঘর) কিংবা ঘরের আশেপাশের খােলা জায়গায় চরতে দিতে হবে।
৫। এদেরকে গায়ে সূর্যকিরণ লাগানাের পর্যাপ্ত সুযােগ প্রদান করতে হবে।
৬। ঘর থেকে ছাগল বের করার পর তা ভালােভাবে পরিষ্কার করতে হবে।
৭। নিয়মিত গােছলের পরিবর্তে ব্রাশ দিয়ে ঘষে দেহ পরিষ্কার করতে হবে। এতে লােমের ভিতরের ময়লা বেরিয়ে আসবে এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি পাবে। নিয়মিত ব্রাশ করলে লােম উজ্জ্বল দেখাবে ও চামড়ার মান বৃদ্ধি পাবে।
৮। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুগ্ধবতী ছাগীর দুধ দোহন করতে হবে। দুধ দোহনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
৯। ছাগল অসুস্থ হলাে কিনা তা নিয়মিত লক্ষ্য রাখতে হবে। কোনাে ছাগলের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে তাকে পৃথক করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সূত্র:আধুনিক কৃষি খামার।