ভোলার মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ১ কোটি ৫০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দ রেণুর আনুমানিক মূল প্রায় তিন কোটি টাকা বলে দাবি কোস্টগার্ডের।
শনিবার (১৫ এপ্রিল) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল এলাকার মেঘনা নদী থেকে এ রেণু জব্দ করা হয়।
ক্স্টেগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বিশেষ অভিযান চালান। এসময় সদরের ভাংতির খাল এলাকার মেঘনা নদীতে সন্দেহজনক একটি ট্রলার ধাওয়া করলে জড়িত পাচারকারীরা ট্রলার তীরে রেখে পালিয়ে যান। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে ১ কোটি ৫০ লাখ পিস গলদার রেণু জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
তিনি আরও বলেন, জব্দ রেণু শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মৎস্য বিভাগের উপস্থিতিতে ভোলা সদরের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
সংগ্রহীত তথ্য:
ভারপ্রাপ্ত সম্পাদক: কে, এম, জিয়াউল হক
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগোনিউজ২৪.কম, একেসি প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান
আজহার কমফোর্ট কমপ্লেক্স (৫ম তলা), গ-১৩০/এ প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২
৮৮ ০২ ২২২২৬২৬৮৯ , ৮৮ ০২ ৯৮৪২১৭৬ info@jagonews24.com