৩০
তাপদাহে মাছচাষের পুকুরে যা করতে হবেঃ
– পানির গভীরতা ৮ ফুট বা তার বেশি হলে দুপুরের পর ১ ঘন্টা এবং শেষ রাতে ২ ঘন্টা করে প্রতিদিন এয়ারেটর চালান।
পানি সবুজ বেশি হলে বিকেলে শতাংশে ৫০০ গ্রাম লবণ এবং পরের দিন খুব ভোরে শতাংশে ২৫০-৫০০গ্রাম চুন দিন (একবার)। সম্ভব হলে শেষ রাতে এয়ারেটর প্রতিদিন।
সম্ভব হলে দুপুরের পর পুকুরে প্রতিদিন ঠান্ডা পানি দিন।
সুত্রঃ MD Abdus Salam Pk, senior scientific officer ,DoF.