ঢাকা,২১/৩/২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে, দপ্তর /সংস্থার জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্ম পরিকল্পনা ২০২৩২৪ এর ১. ১. ১ এর আলোকে দপ্তর সংস্থা কর্তৃক স্টেকহোল্ডারগণের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২.০০ ঘটিকায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক (উপসচিব) ডা. সঞ্জীব সূত্রধর-এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুরজিত সাহা রায়, পরিচাল, কৃষি তথ্য সার্ভিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ফখরুল আলম পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার। এছাড়াও সভায় তথ্য দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/ সংস্থার ৩৮ জন অংশীজন অংশগ্রহণ করেন।
সভায় সভাপতি, তথ্য দপ্তর সম্পর্কে উপস্থিত সকলকে অভিযোগের বিষয়ে মতামত প্রদানের আহ্বান জানান।