ঢাকা,২৮/০৩/২৪ খ্রি.।
তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথ্য অধিকার বিষয়ক ২০২৩-২৪ অর্থ-বছরের বার্ষিক কর্মপরিকল্পনার ২.৩ এ বর্ণিত কাজের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য রাজধানী ঢাকার ফার্মগেইট ও কারওয়ান বাজারের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করে। আজ ২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ এ কার্যক্রম শুরু হয়।
তথ্য অধিকার আইন ও বিধিবিধান বিষয়ক লিফলেট বিতরণের প্রচার কার্যক্রম কারওয়ান বাজারের মৎস্য আড়ৎ, কাঁচা বাজার, কিচেন মার্কেট, মেট্রো রেইল স্টেশনসহ ফার্মগেইটের বিভিন্ন পয়েন্টে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত এ কার্যক্রম চলে।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর-এর নেতৃত্বে প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী। এতে উপস্থিত ছিলেন তথ্য কর্মকর্তা (মৎস্য) জনাব মাহবুবা খানম, গণযোগাযোগ কর্মকর্তা জনাব মো. সামছুল আলম, অডিয়ো ভিজুয়্যাল মেকানিক জনাব মো. আমির হোসেন, অনুবাদক জনাব ইয়াসমিন আক্তার, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা জনাব জাকিয়া সুলতানাসহ প্রমুখ। সরকারি অফিস থেকে এ ধরনের উপকারী লিফলেট বিতরণ দেখে উচ্ছ্বসিত হন উপস্থিত জনতা। তারা এ ধরনের লিফলেট পেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রচার কার্যক্রমের প্রশংসা করেন।
কারওয়ান বাজারের ব্যবসায়ি মো. বিল্লাল হোসেন বলেন, সরকারি অফিস থেকে সহজে ঘরে বসে তথ্য পাওয়ার উপায় সম্পর্কে আগে জানতাম না। এই প্রথম এমন ধরনের লিফলেট পেলাম। লিফলেট এর মাধ্যমে জানতে পারলাম সহজে কিভাবে ঘরে বসে যে কোন সরকারি অফিস থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এ প্রক্রিয়াটি সহজ মনে হচ্ছে। এ ধরনের প্রচার কার্যক্রম জনগণের কল্যাণের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। তথ্য দপ্তরের এ ধরনের কাজকে আমি ধন্যবাদ জানাই।
ফার্মগেট এলাকার বাসিন্দা অমিত বাগচি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের এ ধরনের প্রচার কার্যক্রমের ফলে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণ আরো বেশি জানতে পারবে, ফলশ্রুতিতে সরকারি কাজে আরো জবাবদিহিতা আসবে এবং জনগণ হয়রানি হতে রেহাই পাবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এতে দেশ আরো এগিয়ে যাবে।
মো.সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।