ঢাকা, ২১/০৩/২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে, দপ্তর সংস্থায় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ -এর ১. ৩. ১ এর আলোকে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১/০৩/২৪ খ্রি.) দুপুর ১২.০০ ঘটিকায় মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক (উপসচিব) ডা. সঞ্জীব সূত্রধর-এর সভাপতিত্তে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক, ড . সুরজিত সাহা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফখরুল আলম , পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার। এছাড়া সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠানের ৩৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় সভাপতি বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তথ্য দপ্তরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশ গ্রহণে সভা অনুষ্ঠিত
২৩