৯৩
ঢাকা, ১০/০৬/২৩ খ্রি।

মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন রাজস্ব ও উন্নয়ন প্রকল্পসমূহের মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং এবং অফিস পরিদর্শন টীম বরিশাল জেলার কাশিপুর মৎস্যবীজ উৎপাদন খামার, বরিশাল সদর উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা এবং উজিরপুর উপজেলা পরিদর্শন করেন। গত শুক্রবার ( ৮ জুন ২০২৪ তারিখ) সকাল ৯.০০ ঘটিকা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পরিদর্শন চলে।
এই সময় মনিটরিং ও পরিদর্শন টিম উজিরপুর উপজেলার সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় বাস্তবায়িত “পরমানন্দসাহা আদর্শ মৎস্যজীবী গ্ৰাম” ও অভয়াশ্রম, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের শিং মাছের প্রদর্শনী, বরিশাল সদর উপজেলায় গলদা চিংড়ি খামার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপকরণ বিতরণ, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের খাঁচায় মাছ চাষ, দুইটি ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী, উপকরণ বিতরণ, বাকেরগঞ্জ উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অভয়াশ্রম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপকরণ বিতরণ এবং স্থাপনসহ অফিস পরিদর্শন করা হয়।
পরিদর্শনের সময় এপিএসহ গুরুত্বপূর্ন সকল রেজিস্টারসমূহ পর্যবেক্ষন করা হয়। সিটিজেন চার্টারের সকল সেবা, অনিক, আপীলসহ সকল তথ্য হালনাগাদের পরামর্শ দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন রাজস্ব ও উন্নয়ন প্রকল্পসমূহের মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং এবং অফিস পরিদর্শন টীম এর সদস্য জনাব মোঃ আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক, Fisheries Livelihood Enhancement Project (FiLEP), মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা, জনাব সালমা আক্তার, সহকারী প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা, জনাব তাপসী মরিয়ম, একাউন্টস অফিসার, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা।
টিমকে সার্বিক সহযোগিতা প্রদান ও পরিদর্শন এর সময় উপস্থিত ছিলেন জনাব রিপন কান্তি ঘোষ, জেলা মৎস্য কর্মকর্তা, বরিশাল।
এই সময় মৎস্যজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিদর্শক টিমের সাথে মতবিনিময় করেন।