চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পিরানহা মাছ জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল রোববার ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. ফাহমুন নবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চট্টগ্রাম নগরের ফিশারি ঘাট এলাকা থেকে ৭০ কেজি রং মিশ্রিত লইট্টা ও ফাইস্যা মাছ, ৩০ কেজি পিরানহা। জব্দের পর মাছগুলো নষ্ট করা হয়েছে। এদিকে আজ থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনে নিষেধাজ্ঞা। তবে ফিশারি ঘাট ও পাহাড়তলী মাছ বাজারে বিক্রি হচ্ছিল ইলিশ মাছ। এই দুই বাজার থেকে অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া জরিমানা করা হয় ৭ হাজার টাকা।
সূত্র: কালবেলা