১৪৮
তীব্র গরমে গরুর যত্নে করণীয় কি সেই সম্পর্কে আমাদের জানা নেই। গরু পালন করে লাভবান হওয়ার জন্য গরমকালে গরুর যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আগামী কয়েকদিন প্রচুর গরম পরতে পারে। গরমের সময় গরু পালনে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে তাই গরুর জন্য বাড়তি যত্ন নিতে হবে। গবাদিপশু পালন ও কৃষি। আসুন আজ জেনে নেই তীব্র গরমে গরুর যত্ন সম্পর্কে-
তীব্র গরমে গরুর যত্নে করণীয়ঃ
তীব্র গরমে গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে এবং একই সাথে সবুজ ঘাস তথা কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে।
তীব্র গরমের সময় গরুকে যথাসম্ভব গরুকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এতে গরু সহজেই ক্লান্ত হয়ে উঠবে না।
গরম তীব্র হলে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে। আর সম্ভব হলে পানির সাথে gluculyt স্যালাইন মিশ্রিত করে গরুকে দিতে হবে।এবং প্রতিটি গরুকে ২০-৫০ গ্রাম powder cow premix খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এতে গরুর শরীর ঠান্ডা ও প্রশান্ত থাকবে।
তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য দুপুর বেলা ঠাণ্ডা পানি দিয়ে গরুর শরীর ভিজিয়ে দিতে হবে।
তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত ক্ষেতে চরানো প্রয়োজন।
গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুর থাকার স্থানে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
গরম থেকে গরুকে রক্ষার জন্য প্রয়োজনে শুকনো খাদ্যকে পানির সাথে খাওয়ানো যেতে পারে। এতে গরুর শরীর ঠান্ডা থাকবে।
গরমের হাত থেকে রক্ষার জন্য রাতে গরুর খামারে ফ্যানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মশা থেকে রক্ষা করার জন্য মশারি ব্যবহার করেত হবে।
গরমে যেসব গরুর হাঁসফাঁস অবস্থা, সেগুলোকে ঠান্ডা স্হানে রেখে রেখে পানি দিয়ে শরীর মুছে দিতে হবে এবং মাথায় বেশি করে পানি ঢালতে হবে। সম্ভব হলে গোসল করাতে হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গরমে গাভীর দুধ উৎপাদন এ প্রভাব পরতে পারে।
দুধ উৎপাদন বৃদ্ধির জন্য নিন্মলিখিত বিষয়ে বিশেষ যত্ন নিন:
এই গরমে পশুদের সকাল এবং সন্ধ্যায় দুবার স্নান করান।
প্রতিদিন ৪ থেকে ৫ বার পরিষ্কার এবং ঠাণ্ডা জল দিন।
তাপমাত্রা বাড়লে এক বালতি জলে 250 গ্রাম চিনি এবং 20-30 গ্রাম লবণ অল্প লেবুর খোসার সাথে মিশিয়ে পশুকে খাওয়ান।
গরম বাড়লে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পশুকে ছায়াতে রাখুন।
৫০ গ্রাম pow cow premix এর সাথে সমপরিমাণ চিটাগুড় মিশিয়ে প্রতিদিন খাওয়ান।
দুধ বাড়াতে এবং পশুদের সুস্বাস্থ্যের জন্য অ্যাজোলা ঘাসও খাওয়ানো যেতে পারে।
প্রতিদিন ২৫০ গ্রাম সরিষার তেল এবং 250 গ্রাম গমের আটা নিন। এর মিশ্রণ তৈরি করে রাখুন। এই মিশ্রণটি 7-8 দিন ধরে খাওয়ান যখন প্রাণীরা সন্ধ্যায় জল খায়।