কুমিল্লা,২৮.০৪.২০২৪ খ্রি.।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লা থেকে দিশাবন্দ, ঢুলিপাড়া, সদর দক্ষিন কুমিল্লায় অবস্থিত মিলিটারি ফার্ম। মিলিটারি ফার্মের সুপারভাইজার জনাব মেহেদী হাসানের সাথে ফার্ম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খামার বিষয়ে তিনি বলেন, মিলিটারি ফার্মটিতে গাভী ও বাছুর মিলে মোট ৬০০ টি অধিক গরু আছে। ফার্মে পালন করা সব গবাদি পশু সংকর জাতের।
গবাদি পশুর পাশাপাশি অন্য জাতের পশু-পাখি পালন করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ফার্মে গরু ছাড়াও ব্লাক বেঙ্গল জাতের ৫৫ টি ছাগল, ২৫০ টি বেশি খাকি ক্যাম্পবেল হাঁস সাথে বেইজিৎ ও রাজহাঁস পালন করে থাকেন।
এসব গবাদি পশুর খাবারের উৎস্য জানতে চাইলে তিনি বলেন, গবাদি পশু খাবারের যোগান হিসাবে নিজস্ব জমিতে নেপিয়ার ও জার্মান জাতের ঘাস চাষ করি। তিনি আরও বলেন, সেগুলোকে কাঁচা অবস্থায় এবং সংকট কালিন সময়ে সাইলেজ করে খাওয়ানো হয়। ফার্মের গাভী থেকে প্রতিদিন গড়ে ১৬০০ লিটার দুধ পেয়ে থাকি। অন্যান্য প্রশ্ন জবাবে তিনি আমাদের বলেন, এই খামারটিতে দৈনিক ৮৫ হাজার টাকা খাবার বাবাদ খরচ হয়। ঔষধ পানি ও অন্যান্য পরিচর্যা বাবদ আরও কিছু অর্থ ব্যয় হয়। ফার্মের উৎপাদিত মাংস ও দুধ নিজস্ব চাহিদা মিটিয়ে ৩ মাস পরপর বছরে ০৪ টি অকশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয় এতে করে যে মুনাফা আসে তা সরকারী কোষাগারে জমা দেয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা খামারটি পরিদর্শনকালে গবাদি পশুর জন্য চিকিৎসা, প্রজনন, অসুস্থ হলে কোয়ারেন্টাইনে রাখার সু-ব্যবস্থা লক্ষ্য করা যায় এবং ফার্মটিতে সঠিক সময়ে ও সঠিক নিয়মে ভ্যাকসিন প্রদান করে থাকেন। ফার্মে বর্তমানে দৈনিক কাজ করে ৮০ জন কর্মচারী। এসব জনবল রাজস্ব, প্রকল্প ও দৈনিক হাজিরায় কাজ করে থাকেন।
ফার্মটিতে গবাদি পশু ছাড়াও কৃষি ও মৎস্য চাষ করে থাকেন। অবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে যে কোন প্রয়োজনে নিকটতম প্রাণিসম্পদ ও মৎস্য অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক মুদ্রণ সামগ্রী প্রদান করা হয়। মুদ্রণ সামগ্রীর মধ্যে প্রাণিসম্পদ বিষয়ক গাভী পালন, ছাগল পালন, কবুতর পালন, টার্কি পালন, গবাদি পশু ক্ষুরা রোগ এবং মৎস্যসম্পদ বিষয়ক চিতল মাছ, কৈ, শিং ও মাগুর, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ, পাবদা মাছের চাষ ব্যবস্থাপনা, কালিবাউশ, টেংরা ও পাংগাস মাছের চাষ ব্যবস্থাপনার মুদ্রণ সমগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।
প্রতিবেনকারী:খালেক হাসান
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস
কুমিল্লা।