৪৭
ঢাকা,০১/০৫/২৪ খ্রি।
তীব্র গরমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পশুপাখির স্বাস্থ্যগত অবস্থা সচক্ষে দেখার জন্য ছুটির দিনে চিড়িয়াখানা পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন। বুধবার বেলা ১২ ঘটিকায় তিনি এ পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা মোঃ রেয়াজুল হক । তাঁরা চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীরদের সাথে মতবিনিময় করেন, গরমে গৃহীত ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি চিড়িয়াখানার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমস্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন; চিড়িয়াখানার জনবল সংকট দূরীকরণে শুন্য পদসমূহ পূরণ করার উদ্যোগ গ্রহনের নির্দেশনা দেন। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের দেশ বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। তীব্র গরমে পশুপাখির আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন ও জরাজীর্ণ খাঁচা মেরামত ও রং করার জন্য আগামী অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। তাছাড়াও চিড়িয়াখানার আঙিনায় রাখা বহুকালের পুরাতন গাড়িসমূহ নিলামে বিক্রির উদ্যোগ গ্রহনের পরামর্শ প্রদান করেন তিনি এবং বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য বিদ্যমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহনের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, চিড়িয়াখানার লেকে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বেশি পরিমানে পোনামাছ ছাড়ার ব্যবস্থা গ্রহন করতে হবে ও চিড়িয়াখানার আধুনিকায়ন প্রকল্পের জন্য বৈদেশিক ফান্ডিং অনুসন্ধান করার জন্য কর্মকর্তাদের নির্দেশনাও দেন। পাশাপাশি পশুপাখির খাবারের গুনগতমান বজায় রেখে প্রতিদিন পরিমানমত খাবার সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া চিড়িয়াখানায় প্রবেশের জন্য ই-টিকেট এর প্রচলন সংক্রান্ত দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের নির্দেশ প্রদান করেন। সর্বোপরি তিনি চিড়িয়াখানার সার্বিক অবস্থা ও তীব্র গরমে গৃহীত ব্যবস্থা সরেজমিন প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকর্তাদের ধন্যবাদ প্রদান করেন।
মো সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
০১৭৪৬ ৭৪৯০২০