মিঠা পানির ঝিনুকের মুক্তা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
আজ ১৬ মে বৃহস্পতিবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এর সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মিঠা পানির ঝিনুকের মুক্তা হস্তান্তর করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট কতৃক মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প নামে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ প্রকল্পের আওতায় দেশে প্রথম বারের মত মিঠা পানির ঝিনুক থেকে মুক্তা উদ্ভাবন করা হয়েছে এবং উদ্ভাবিত মুক্তা আজ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।