ঢাকা, ৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ এর আওতাধীন ২. ১ অনুযায়ী অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ মে) বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সম্মেলন কক্ষে সকাল ৯.০০ ঘটিকায় এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপ-পরিচালক (উপসচিব ) ডা. সঞ্জীব সূত্রধরের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মন্ত্রণালয়ের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা জনাব শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) শাখা জনাব মো. আব্দুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহীনা ফেরদৌসী বলেন, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে সকলকে জানতে হবে। এছাড়া তিনি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদেরকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে পৃথক পৃথক প্রশ্ন করেন ও উত্তর প্রদান করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব আব্দুর রহমান বলেন, দপ্তর/ সংস্থার সকলকেই জিআরএস সফটওয়্যার বিষয়ে দক্ষ হতে হবে। বিশেষ করে কোন নাগরিকের চাহিত তথ্যের মতামত প্রদানের লক্ষ্যে জিআরএস সফটওয়্যার এর উপরে ভালো ধারণা রাখতে হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় সহ চারটি আঞ্চলিক কার্যালয়ে মোট ৩৬ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতি ডা. সঞ্জীব সূত্রধর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।