ঢাকা,৩.১০.২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ এর ওপর এক কর্মশালার আয়োজন করা হয়। আজ(৩ অক্টোবর ২৪) বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২.০০ টায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি বার্ষিক প্রতিবেদনকে সময়োপযোগী করে প্রকাশ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সকল দপ্তর/সংস্থাকে বইটি সম্পাদনে যথাযথ সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় মন্ত্রণালয় ও এর অধীন ৮টি দপ্তর সংস্থার ২জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় মন্ত্রণালয়সহ সকল দপ্তর-সংস্থার প্রতিনিধিগণ তাদের স্ব স্ব অংশের ভুল ত্রুটি সংশোধন করেন।
কর্মশালার সমাপনিতে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক(উপসচিব) ডা.সঞ্জীব সূত্রধর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মশালা অনুষ্ঠিত
১০১