১২
অর্থনীতিতে মৎস্য খাতের অবদানঃ
- দেশের মোট জিডিপিতে………… ৩.৫২শতাংশ
- কৃষিজ জিডিপিতে……………….. ২৬.৩৭শতাংশ
- রপ্তানী আয় ……………………….১.৩৯শতাংশ
জীবিকাঃ
১৪ লক্ষ নারীসহ দেশের মোট জনসংখ্যার ১২শতাংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৎস্য খাতের সাথে জড়িত।
ইলিশ সম্পদ উন্নয়নঃ
- ২০০৮-০৯অর্থ বছরে ইলিশের আহরন ছিলো ২.৯৯ লক্ষ মে:টন
- ২০১৯-২০ অর্থ বছরে উন্নীত হয়ে দাড়িয়েছে ৫.৫০ লক্ষ মে:টন।
- ইলিশ সম্পদ রক্ষায় ২০২০-২১ অর্থ বছরে ৯,২,৩৩৮ টি জেলে পরিবারকে মোট ৬৬,৭৯১ মে:টন ভিজিএফ চাল প্রদান করা হয়েছে।
রপ্তানীঃ
ইউরোপিয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র,জাপান,রাশিয়া,চীনসহ বিশ্বের মোট ৫০ টির ও অধিক দেশে মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানী করা হয়েছে।২০২০-২১ অর্থ বছরে রপ্তানী করে ৪০৮৮.৯৬ কোটি টাকা আয় হয়েছে।
কোভিড-১৯ মোকাবেলাঃ
- উপকূলীয় ৭৭,৮২৬ জন খামারীকে ৯৯কোটি ৭০লক্ষ ২৭ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে
- ৬,৪৩৮ জন মৎস্য চাষিকে স্বল্প সুদেমোট ১৫৩.৭২কোটি টাকাপ্রনোদনা দেয়া হয়েছে।
মৎস্য খাদ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থানঃ
- ইলিশ আহরনে বাংলাদেশ বিশ্বে ১ম
- অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে ২য়
- তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ
- বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে ৫ম