ঢাকা, ১৪-০১-২৫ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে ডিডিও কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য এবং বাজেট বাস্তবায়ন কৌশলসমূহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪-০১-২৫ খ্রি.) মঙ্গলবার সকাল ০৯.০০ টায় তথ্য দপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা (উপসচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, শাহ আলম মুকুল
প্রশিক্ষণে প্রধান অতিথি শাহ আলম মুকুল ডিডিও কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য এবং বাজেট বাস্তবায়ন কৌশলসমূহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একজন সরকারি আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে সরকারি টাকা খরচের ক্ষেত্রে অবশ্যই সরকারের বিধিবিধান অনুসরণ করতে হবে
উক্ত প্রশিক্ষণে বাজেট বাস্তবায়ন কৌশলসমূহ বিষয়ে আলোচনা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মো. এনামুল কবীর তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ), মাহবুবা খানম, তথ্য কর্মকর্তার (মৎস্য)
এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিস থেকে মোট ১৭ জন অংশগ্রহণ করেন।
মো. আল আমনি
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক