মো.সামছুল আলম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ই- গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার(১৩ নভেম্বর/২২) সকাল ১১.০০ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ইনোভেশন টিম ও এর অধীন সকল দপ্তর-সংস্থার ইনোভেশন টিমের সকল সদস্য অংশগ্রহণ করেন। পর্যালোচনা সভায় সকল দপ্তর-সংস্থার ইনোভেশন কার্যক্রমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত কার্যক্রমের উপর দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সভায় তিনি বলেন,এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তির) এর মূল্যায়ণে আমরা প্রথম স্থান অধিকার করতে চাই। এর জন্য আমাদের সকল দপ্তর-সংস্থার নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করতে হবে। এছাড়া ই- গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ে ইনোভেশন টিম মেম্বারদের নতুন নতুন আইডিয়া তৈরি করতে ব্রেইন স্টর্মিং করতে বলেন। তিনি আরো বলেন, অলস কোন কর্মচারি ইনোভেশন টিমে রাখা যাবে না।