ঢাকা, ৪ নভেম্বর:
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের কার্যক্রমকে আরো গতিশীল ও সহজতর করতে তথ্য দপ্তরের ঢাকা আঞ্চলিক অফিসের কর্মচারিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার(৪ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় ঢাকা আঞ্চলিক অফিসের প্রধান কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর প্রচার সেল হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর সকল দপ্তর-সংস্থার সভা- সেমিনার,মৎস্য ও প্রাণিসম্পদের নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি, খামারী-চাষীদের সফলতার গল্প প্রচার-প্রসাররের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌছে দিচ্ছে। আর এ কাজকে তথ্য দপ্তরের নিজস্ব নিউজ পোর্টাল, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল,ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং পোস্টার, লিফলেট , বুকলেট ইত্যাদির মাধ্যমে প্রচার করে থাকে। তাছাড়া প্রচার-প্রসারের কাজকে আরো সহজ ও গতিশীল করতে নতুন নতুন আইডিয়া তৈরি করতেও প্রধান কার্যালয়ের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান কার্যালয় থেকে উপস্থিত ছিলেন, প্রকাশনা কর্মকর্তা মো. মেহেদি হাসান, গণযোগাযোগ কর্মকর্তা মো. সামছুল আলম এবং সহকারি প্রশিক্ষণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সাথে ঢাকা আঞ্চলিক অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত
৩
previous post