মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ২৭ এপ্রিল ২০২২ তারিখের ৩৩.০৬.০০০০.০০৪.২৭.০০১.২২-৪৯৫ সংখ্যক স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উল্লেখিত ২০ তম গ্রেড (অফিস সহায়ক) এর ১৪ (চৌদ্দ)টি শূন্য পদের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রদান করা হয়েছে। গতকাল (১৫ মার্চ) বুধবার রাত সাড়ে ১১ টায় বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ও উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর এবং সদস্য সচিব ও তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর এর স্বাক্ষরে এ ফলাফল ও নিয়োগপত্র প্রদান করা হয়। নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ওয়েবসাইট http://flid.gov.bd এ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা গত ১৪ মার্চ ২০২৩ খ্রি. রোজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগস্থ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজারবাগ, ঢাকা-১২১৭ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এবং পরদিন ১৫ মার্চ তথ্য তদপ্তরের প্রধান কার্যালয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৭৫ জন প্রার্থীর ভাইভা (মৌখিক পরীক্ষা) দুই ধাপে (সকাল ও বিকাল) সম্পন্ন করেন পাঁচ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির সদস্যবৃন্দ।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের অফিস সহায়ক পদের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রদান
৭
previous post