অবিশ্বাস্য হলেও সত্যি যে, সন্ধান মিলেছে ৬ শিং বিশিষ্ট গরুর। ঝিনাইদহের কোটচাঁদপুরে এই গরুটির খরব পাওয়া গেছে। অবিশ্বাস্য এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে গরুটিকে এক নজর দেখতে মালিকের বাড়িতে উৎসুক জনতা ভীড় করেন।
জানা যায়, সাধারনত গরুর মাথায় দুটি শিং দেখা গেলেও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে ৬ শিং বিশিষ্ট গরুর সন্ধান পাওয়া যায়। গরুটি মোশারফ হোসেনের স্ত্রী পালন করেন। অস্বাভাবিক ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে দলবেঁধে মানুষ গরুটিকে এক নজর দেখতে মোশারফের বাড়িতে ভীড় করেন।
গরুর মালিক মোশারফ হোসেন বলেন, আমি অনেক বছর যাবত গরু পালন করে আসছি। তবে এর আগে এমন বাছুর আমি দেখিনি। এই গরুটি গত দুই বছর আগে জন্ম নেয়। জন্মের পর স্বাভাবিক গরুর মতো থাকলোও বয়স বাড়ার সাথে সাথে শিং বাড়তে শুরু করে।
তিনি আরো বলেন, জন্মের ৬ মাস পর গরুর মাথায় অতিরিক্ত আরো দুটি শিং দেখতে পাই। তার কয়েক মাস পরেই গরুটির মাথায় আরো দুটি শিং গজায়। বর্তমানে গরুটির মাথায় ৬টি শিং রয়েছে। তবে আমার মনে হচ্ছে গরুটির আরো শিং গজাতে পারে।
প্রতিবেশী শিপন মন্ডল বলেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। সাধারনত গরুর দুটি শিং থাকে। তবে মোশারফের গরুর ক্ষেত্রে ব্যাতিক্রম দেখা গেল। ৬শিং বিশিষ্ট গরুটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ ভীড় করছে।
কোটচাঁদপুর প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা গরুর জন্মগত হতে পারে। কিছু কিছু মানুষের যেমন বাড়তি আঙুল গজায় তেমনি এই গরুটিও বিশেষ গরু। তাই গরুটির অতিরিক্ত শিং গজিয়েছে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই।