• এ মাসে রুই জাতীয় মাছ নদীতে ডিম ছাড়া শুরু করে। তাই আঁতুড় পুকুর তৈরীর সমুদয় কাজ এখনই শেষ করা ভালো। আঁতুড় পুকুরের তলদেশ শুকিয়ে নেয়া উত্তম।
• শুকনো পুকুরের তলায় পরিমাণমত চুন ছিটিয়ে মাটি শোধন করে নিন। চুন দেয়ার ১৫ দিন পর পুকুরে যথারীতি সার দিন।
• রেণু পোনা ছাড়ার অন্তত: ১৫ দিন আগে আঁতুড় পুকুরে ১ হতে ১.৫ মিটার পানি জমিয়ে রাখুন।
• রেণু পোনা সংগ্রহের আগে আঁতুড় পুকুরে ঘন মশারীর জাল টেনে এবং কেরোসিন, ডিজেল ইত্যাদি পরিমাণমত ব্যবহার করে ব্যাঙ্গাচি ও অন্যান্য জলজ পোকা মেরে ফেলুন ।
• রেণু পোনা পলিথিন ব্যাগে অক্সিজেন গ্যাস দিয়ে বহন করুন। এ মাসের মধ্যে চারা পুকুর তৈরী করে রাখুন।
• মজুদ পুকুরে মাছের রোগ প্রতিরোধ করতে বিঘা প্রতি ১৫ কেজি চুন পানিতে গুলে ঠান্ডা করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিন।
• কৃত্রিম উপায়ে মৎস্য প্রজননের ব্যাপারে স্থানীয় মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
পাণ্ডুলিপি সরবরাহ: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্ত,রাজশাহী।