প্রচণ্ড তাপপ্রবাহে যশোরের চাঁচড়ায় মাছের রেণু পোনা উৎপাদনে দেখা দিয়েছে চরম বিপর্যয়। অতিরিক্ত তাপের কারণে প্রস্ফূটিত হচ্ছে না রেণু। তার ওপর পানির স্তর নিচে নেমে যাওয়াতে ফেটে চৌচির পুকুরগুলো। পানিতে পোনা রাখলেই তা মরে ভেসে উঠছে। এ অবস্থায় জাতীয় মৎস্য উৎপাদন হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, পরিবহন করতে গিয়েও পথেই মারা পড়ছে পোনা। কোনোভাবেই তাল মেলাতে পারছেন না হ্যাচারি মালিক ও ব্যবসায়ীরা। এতে খাত সংশ্লিষ্টদের গচ্চা দিতে হচ্ছে মোটা অংকের টাকা।
যশোরের রেণু ও পোনা মাছ বিপণন কেন্দ্রের ব্যবসায়ী শেখ বাবু আলী বলেন, ‘রেণু ও পোনা মাছ উৎপাদন এবং বিপণন মৌসুম এপ্রিলে শুরু হয়। যে তাপ পড়ছে তাতে মাছ উৎপাদন হচ্ছে না। পুকুরগুলো ফেটে চৌচির হয়ে গেছে। পুকুরগুলোতে পাম্প করে পানি ধরে রাখতে হচ্ছে। তারপরও ওই পানিতে মাছ দিলে তা মারা যাচ্ছে। আমরা খুব দুর্ভোগে আছি। এভাবে থাকলেও আমাদেরও মরার উপক্রম হবে।’
এদিকে, হ্যাচারি মালিক নেতাদের দাবি সহসা পরিস্থিতির উন্নতি না হলে মৎস্য উৎপাদনে জাতীয় বিপর্যয় দেখা দেবে।