সামছুল আলম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর খসড়া প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) ০৭ মে, ২০২৩ সকাল ১১:০০ টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি। কর্মশালায় মন্ত্রণালয় ও সকল দপ্তর-সংস্থার খসড়া এপিএ ও এর গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোকপাত করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান। তাছাড়া প্রতিটি দপ্তর-সংস্থার এপিএর কর্মসম্পাদন ক্ষেত্র ও সূচক সরকারের গৃহিত বিভিন্ন নীতিমালা ও কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে আলোচনা করা হয় এ কর্মশালায়। পাশাপাশি প্রতিটি দপ্তর-সংস্থা থেকে যে, ন্যূনতম একটি কার্যক্রম গ্রহণ করা হবে তা এ কর্মশালার মাধ্যমে চূড়ান্ত করা হয়।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম, মো. তোফাজ্জেল হোসেন,এ.টি.এম. মোস্তফা কামাল, যুগ্মসচিব মো. ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, নীলুফা আক্তার, শাহীনা ফেরদৌসী, মো. হেমায়েত হোসেন, উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী, মৃনাল কান্তি দে, ড. এস এম যোবাইদুল কবির, মুহাম্মদ আনোয়ার হোসেন, গোলাম মাঈনউদ্দিন হাসান এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেহার হোসেন, সিস্টেম এনালিস্ট মো.ইলিয়াস হোসেনসহ সকল দপ্তর-সংস্থার এপিএ টিমের একজন করে টিম লিডার অথবা ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ২০২৩-’২৪ অর্থবছরের এপিএ এর খসড়া প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
২০