জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহিদ শেখ রাসেলের জীবন সম্পর্কে এদেশের শিশু-কিশোর ও তরুণ-তরূণীর মধ্যে তুলে ধরতে “শেখ রাসেল দীপ্তিময়,নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয়বারের মত শেখ রাসেলের জন্মদিন তথা শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর) পালন করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকায় এ দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর এর নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান ফটকে স্থাপিত শেখ রাসেলের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে তথ্য দপ্তরের সভাকক্ষে উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, আরো উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা ( প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর, ও তথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানমসহ এ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভার শুরুতে শেখ রাসেল সম্পর্কে প্রাথমিক আলোচনা করেন এ দপ্তরের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা মো.আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, জাতির পিতা তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মের সময় কান্নার শব্দটুকু পর্যন্ত শোনার সুযোগ পাননি। ছোট শিশু রাসেলও দেশের জন্য কারাবন্দি ছিলেন। তাঁর রক্তে ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ রঞ্জিত হয়েছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা চক্রান্তে সবসময় লিপ্ত ছিলো । এরই অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাসেলসহ ১৮ জনকে নৃসংশভাবে হত্যা করে নরপশুরা। তিনি আরো বলেন, আজ শিশু রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একজন আদর্শ নেতা হতো।
সভায় সভাপতি ডা. সঞ্জীব সূত্রধর শেখ রাসেলর স্মৃতিচারণ করার পাশাপাশি অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চলনা ও দোয়া পরিচালনা করেন করেন তথ্য দপ্তরের গণযোগাযোগ কর্মকর্তা মো. সামছুল আলম।
উল্লেখ্য , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন আজ। ২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে দেশব্যাপী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
মো.সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
০১৭৪৬৭৪৯০২০
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত
৬৯
previous post