বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোয়াদ্দারের মাথা ফেটে গেছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী দিদিহার গ্রামসংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
তাদের ধাওয়া করে সেখানে অভিযানের ট্রলারটি পৌঁছলে তীর থেকে জেলেরা ইটপাটকেল মারতে থাকেন। এতে তীরে থাকা জেলেদের ঘরের ভেতর থেকে নারীরাও ইট ছুড়ে মারেন। এতে উপজেলা মেরিন অফিসার প্রতুল জোয়াদ্দারের মাথা ফেটে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালতসহ ঘটনাস্থলে যান। কিন্তু তিনি যাওয়ার আগেই জেলেরা পালিয়ে যান। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারী সাত জেলেকে শনাক্ত করা হয়। তারা হলেন লাইজু বেগম, রুহুল আমিন, আছিয়া বেগম, জামাল, সাদ্দাম, তানভীর ও কাওছার।
এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আসামিদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।’
বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী মা ইলিশ রক্ষায় তার অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন, ‘সন্ধ্যা নদীতে অভিযানের সময় মেরিন ফিশারিজ অফিসারের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’