ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে মাছ চাষ। লাভজনক হওয়ায় গেল দুই বছরে জেলায় মাছের ঘেরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। স্থানীয় চাহিদা মিটে এখানকার মাছ যাচ্ছে বিভিন্ন জেলায়। তৈরি হয়েছে কর্মসংস্থান।
মাছ ধরার এমন দৃশ্য নজর কাড়বে যে কারো। ঝালকাঠির মৎস্য ঘেরে এমন দৃশ্য থাকে বছর জুড়ে। সকাল বিকেল জাল ফেলা হচ্ছে ঘের ও পুকুরে। ধরা হচ্ছে রুই, কাতলা, মৃগেল, শিং, পাঙ্গাসসহ ১২ প্রজাতির মিঠা পানির মাছ। এসব মাছ স্থানীয় চাহিদা মিটে যাচ্ছে দেশের বিভিন্নস্থানে।
লাভজনক হওয়ায় জেলার অনেকে ঝুঁকছেন মাছ চাষে। যেখানে কর্মসংস্থান হয়েছে অনেকের। মৎস্য চাষীরা জানান, কেউ কেউ নিজের জমিতে আবার কেউ জমি লিজ নিয়ে করেছেন মাছের ঘের। তবে মাছের খাবারের দাম বেশি জানিয়েছেন মৎস্যজীবীরা।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলছেন, মিঠা পানির মাছ চাষে বিপুল সম্ভাবনা রয়েছে ঝালকাঠিতে। উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ।
মৎস্য বিভাগের তথ্যমতে, ২০২১ সালে জেলায় ২৬০টি মৎস্য ঘের ছিল, যা এ বছর বেড়ে হয়েছে ৫২২টিতে।
সূত্র: বৈশাখী টিভি।