ঢাকা,১৬ জানুয়ারি ২৪;
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর-এর পক্ষ থেকে নবনিযুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মো. আব্দুর রহমান এমপি-কে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানান উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব) । গত ১৪ জানুয়ারি (রোববার) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন এবং মন্ত্রণালয়ের ঊবর্ধতন অন্যান্য কর্মকর্তাসহ আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক যোগদান পরবর্তী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী উপস্থিত সকল কর্মকর্তাদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসম্পৃক্ততা রয়েছে। এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে সরকারের ভাবমূর্তি জড়িত। সামনের দিনগুলোতে এ মন্ত্রণালয়ের কার্যক্রম দেশের পাশাপাশি বহির্বিশ্বেও নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়|
০১৭৪৬ ৭৪৯০২০