হাবিবুর রনি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ধানের বীজতলা তৈরির কাজ করছেন।বন্যা সব সময়ই মানুষের জীবন ও জীবিকার ওপর গভীর প্রভাব ফেলে। কৃষকেরা এ সময় বেশি ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বেশির ভাগ মানুষ আমন ধানের ওপর নির্ভরশীল। কিন্তু বন্যার কারণে ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা সময়মতো তা রোপণ করতে পারেননি। ফলে দেশে খাদ্য-সংকটের আশঙ্কা রয়েছে। এ সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
বীজ সংগ্রহ করা হয়। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় বাকৃবিতে ৫ একর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ একর, চট্টগ্রামের হাটহাজারীতে ৪ একর এবং কুমিল্লা ও লক্ষ্মীপুরে ২ একরসহ মোট ১২ একর জমিতে চারা উৎপাদনের কাজ শুরু করা হয়। ১৮ থেকে ২০ দিনের মধ্যে এসব ধানের চারা বন্যাদুর্গত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, যা প্রায় ১ হাজার কৃষককে ৭৬০ বিঘা জমিতে ধান চাষে সহায়তা করবে।
শিক্ষার্থীদের এই উদ্যোগকে সার্বিকভাবে সহায়তা করছেন শিক্ষক ও গবেষকেরা। বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘আমরা চারা রোপণের পর সার, কীটনাশক এবং সবজি বীজ দেওয়ার বিষয়েও চিন্তা করেছি। শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তায় আমরা সব সময় তাদের পাশে থাকব।’
অ্যাগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডির অন্যতম উদ্যোক্তা বাকৃবির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মুন্না বলেন, ‘বন্যার পর চারা তৈরি করতে অন্তত এক মাসের মতো সময় লাগবে। এতে আমন ধান চাষের সময় পার হয়ে যাবে। তাই খাদ্য সংকটের কথা বিবেচনায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ধানের বীজতলা তৈরির কাজ করছেন।বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘ধানের ক্ষেত্রে বড় একটি সমস্যা হলো চিটা হয়ে যাওয়া। তবে বোরন যুক্ত সার প্রয়োগ করলে চিটা হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে এবং ৭০ থেকে ৮০ শতাংশ উৎপাদন থাকবে বলে আশা করা যায়।’
শিক্ষার্থীদের এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক সমাধান নয়; বরং এটি দেশের ভবিষ্যৎ কৃষি উন্নয়নে স্থায়ী অবদান রাখার প্রয়াস। বন্যার্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবন ও জীবিকার জন্য শক্তিশালী প্রচেষ্টাবলয় গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।