২০

হাওরের জীবন বরাবরই আলাদা ও আশ্চর্যজনক। প্রতি মৌসুমে এখানকার রূপ বদলায়, পাল্টে যায় মানুষের জীবনযাপনের চিত্র। গ্রীষ্মের কাঠফাটা রোদে এখানকার মানুষ শস্যদানায় জীবিকা খুঁজে নেয়, বর্ষায় বেরিয়ে পড়ে ডিঙি নৌকা নিয়ে। কিন্তু কিছু মানুষ হাওরে আসেন শুধুই এক মৌসুমে। চৌচির প্রান্তরে গড়ে তোলেন অস্থায়ী বসতি, পরিবার নিয়ে হাওরের বুকেই চলে তাদের কর্মযজ্ঞ। তাদেরকে হাওরাঞ্চলের মানুষ ‘জিরাতি’ বলে থাকে। আপাতদৃষ্টিতে তাদেরকে সাধারণ কৃষক মনে হলেও, তাদের গল্প শুনে বলা যেতে পারে তারা ‘হাওরের আশ্চর্য অস্থায়ী বাসিন্দা’।