ঢাকা,১৮/০৫/২৪ খ্রি।
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর কর্মসম্পাদন সূচক “[১.৩.১] এর আওতায় মন্ত্রণালয়/বিভাগসহ আওতাধীন দপ্তর /সংস্থা/বিভাগীয় অফিসসমূহের অংশগ্রহণে ন্যুনতম একটি ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) আয়োজিত এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত” কার্যক্রমটি বাস্তবায়ন করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ আওতাধীন দপ্তর / সংস্থার প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবনী উদ্যোগসমূহ নিয়ে একটি ইনোভেশন শোকেসিং (প্রদর্শনী) কর্মশালা আনুষ্ঠিত হবে। আগামীকাল ১৯ মে(রোববার) ২০২৪ তারিখে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, ৪৮, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা-১০০০-এ এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উক্ত স্মার্ট ইনোভেশন শোকেসিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপস্থিত থাকবেন। ইনোভেশন শোকেসিং কর্মশালায় রেজিস্ট্রেশন শুরু হবে সকাল ৯.০০ ঘটিকায় এবং অনুষ্ঠানটির উদ্বোধন হবে সকাল ১০.০০ ঘটিকায়।
এবার ইনোভেশন শোকেসিং কর্মশালায় আওতাধীন দপ্তর/ সংস্থার প্রধানগণসহ ইনোভেশন টীমের সকল সদস্যগণ ও মনোনীত প্রতিনিধি এবং শোকেসিং-এ অংশগ্রহণকারী উদ্ভাবকগণ উদ্ভাবনী উদ্যোগসহ উপস্থিত থাকবেন।
এ আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ এর আওতাধীন আটটি দপ্তর সংস্থা মোট ২৬ টি উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করবেন। এই প্রদর্শনীতে মৎস্য ও প্রাণিসম্পদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের “ই মনিহারি ও রিকুইজিশন সিস্টেম নামে একটি ; মৎস্য অধিদপ্তর এর স্মার্ট ফিস ফার্মিং, স্মার্ট ফিস মার্কেট বাংলাদেশ নামক মোবাইল অ্যাপ, মাটি পুকুরে গলদা চিংড়ি পিএল উৎপাদন, আইওটি বেইজড স্মার্ট সোলার এরেটর, আইওটি নির্ভর স্বয়ংক্রিয় মৎস্য/ চিংড়ি খামার ব্যবস্থাপনা, মাঠ ও অভয়াশ্রম মনিটরিং নামে ৬টি উদ্ভাবন; প্রাণিসম্পদ অধিদপ্তরের মডেল লাভইস্টক সার্ভিস, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবটিক প্রাণিসম্পদ সেবা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবভিত্তিক অনলাইন রিপোর্টিং, গাভীর কৃত্রিমপ্রজনন ট্রেকিং সিস্টেম, কাগজ বিহীন মাঠ কৃত্রিম প্রজনন সম্প্রসারণ কার্যক্রম নামে ৫ টি উদ্ভাবন; বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই হৃদে ডেবা নার্সারির মাধ্যমে কার জাতীয় পোনা মাছ প্রতিপালন ও হৃদে বিস্তারকরণ, রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নামে ২টি উদ্ভাবন; বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিএফআরআই ই প্রযুক্তি সেবা( ওয়েব/অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন) নামে ১টি উদ্ভাবন; বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিএলআরআই স্মার্ট সেবা, পোল্ট্রি খামারে ডিজিটাল রেকর্ডিং সিস্টেম, ডেইরি প্রোডাক্ট প্রিপারেশন নলেজ ব্যাংক, বিএলআরআই প্রশিক্ষণ জানালা, আইওটি বেইজড স্মার্ট ডেইরি ফার্মিং, প্রাণী স্বাস্থ্য সুরক্ষা অ্যাপ নামে ৬টি উদ্ভাবন; বাংলাদেশ ভেটেনারি কাউন্সিলের বিডিভেট হেল্পলাইন, জিটর ম্যানেজমেন্ট সিস্টেম নামে ২টি উদ্ভাবন; মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার( অ্যাপ), মৎস্য ও প্রাণিসম্পদ সংবাদ( নিউজ পোর্টাল) নামে ২টি উদ্ভাবন এবং মেরিন ফিশারিজ একাডেমীর মেরিন ফিসারি একাডেমি ক্যাডেট ডাটাবেজ এন্ড স্মার্ট সার্টিফিকেট ভেরিফিকেশন সিস্টেম নামে ১টি উদ্ভাবন প্রদর্শনীতে থাকবে।
মোঃ সামসুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়০
১৭৪৬৭৪৯০২০