ঢাকা,২৮/০৫/২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর অন্তর্ভুক্ত (৩. ৪) এর অধীনে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সেবা গ্রহণকারী সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানির আয়োজন করা হয়েছে। গতকাল( ২৭ মে) সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর সুপুরা, রাজশাহী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক( উপসচিব) ডা. সঞ্জীব সূত্রধর-এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আব্দুল হাই সরকার, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রাজশাহী।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী বিভাগ, জেল্ উপজেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদখাতের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট খামারী ও চাষিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আঞ্চলিক অফিস রাজশাহী ও প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খামারী ও চাষিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা নেন।